Porda by Muhammad bin Shalih al-Utsaimin- পর্দা -শায়খ মুহাম্মদ বিন সালেহ আল – উসাইমিন- বাংলা ইসলামিক ই বই- Islamic e Book


Porda by Muhammad bin Shalih al-Utsaimin- পর্দা -শায়খ মুহাম্মদ বিন সালেহ আল – উসাইমিন- বাংলা ইসলামিক ই বই- Islamic e Book

পবিত্র কোরআন পাকে  উল্লেখ আছে: ‘বৃদ্ধ নারী, যারা বিবাহের আশা রাখে না তারা যদি নিজেদের চাদর খুলে রাখে, তাহলে তাদের কোন (অপরাধ) পাপ হবে না। তবে শর্ত হলো, তারা স্বীয় রুপ-সৌন্দর্যের প্রদর্শনকারিণী হিসেবে তা খুলতে পারবে না। তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ’। (সূরা নূর : আয়াত ৬০) আল্লাহ রাব্বুল আলামীন উল্লেখিত আয়াতে আমাদের সামনে এই ঘোষণা দিচ্ছেন যে, যে সকল মহিলা যৌবনকাল অতিবাহিত করে বার্ধক্যে উপনীত হয়েছে এবং বার্ধক্যের কারণেই বিবাহের আর কোন আশাও করে না।

 অর্থাৎ, পুরুষদের আকৃষ্ট করার মত কোন কিছুই আর  তাদের কাছে অবশিষ্ট নেই, তারা কখনও স্বীয় রুপ-সৌন্দর্য প্রকাশার্থে গায়ের (এলাকার) মুহরেমের (যাদের সাথে বিবাহ জায়েজ) সামনে স্বীয় চাদর খুলে রাখবে না। উম্মুল মু’মিনীন হযরত আয়িশা (রা) রাসূলুল্লাহ (সা:) কে  একবার প্রশ্ন করেছিলেন, ‘মেয়েরা নিজেদের কাপড়কে (পোষাক বা বোরকা) কতটুকু নিচের দিকে ঝুলিয়ে দিবে? তখন তার উত্তরে রাসূলুল্লাহ (সা:) বলেছিলেন, ‘তারা স্বীয় পদতালুর সামনে অর্থাৎ, গোড়ালীর নিচে রেখে কাপড় পরবে’। 

উম্মুল মু’মিনীন পুন: প্রশ্ন করলেন যে, যখন তারা লম্বা কদমে হাটবে? (তখন কাপড় তো উঠে যাবে, সে  সময় কি করবে?) উত্তরে নবী করিম  (সা:) বললেন, ‘তারা কখনও এক হাতের বেশী লম্বা কদমে হাটবে না’। [বুখারী ও মুসলিম] বর্তমানে আমাদের সমাজে মুসলিম নারীগন Porda পর্দার জন্য যে পোষাক ব্যবহার করে তা ইসলাম সম্মত না। কারন এই পোষক বা বোরখা তাদের আরো আকর্ষনীয় করে তোলে। এক জন্য মানুষ সর্বপ্রথম অন্য মানুষের চেহারার দিকে তাকায়। চেহারাই সৌন্দর্যের উৎস ধরার যায়। আর যদি এই চেহারায় ঢাকা না থাকে তাহলে Porda পর্দা হলো কি ভাবে..?আল্লাহ আমাদের সকল নারীগণকে ইসলাম সম্মত ভাবে পর্দা করার তৌফিক দান করুন। আমিন।



Porda by Muhammad bin Shalih al-Utsaimin- পর্দা -শায়খ মুহাম্মদ বিন সালেহ আল – উসাইমিন- বাংলা ইসলামিক ই বই- Islamic e Book







বইয়ের বিবরণ : 

বই :    Porda (পর্দা )। 
লেখকঃ   Muhammad bin Shalih al-Utsaimin (শায়খ মুহাম্মদ বিন সালেহ আল – উসাইমিন)।  
অনুবাদঃ   মিজানুর রহমান বিন আবুল হুসাইন  । 
বিভাগ / জেনার :   আত্ম উন্নয়ন,পর্দা। 
বইয়ের ফর্ম্যাট :   পিডিএফ (এইচডি স্ক্যান )
পৃষ্ঠা সংখ্যা :    ১২০ পৃষ্ঠা
ফাইল সাইজ   ৪.৫৯  মেগাবাইট
সংগ্রহ    ইন্টারনেট থেকে
কৃতজ্ঞতাঃ   বুক বিডি আর্কাইভ 
উপস্থাপনায়ঃ   ইসলামিক ই বই 

লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা : 

মুহাম্মাদ ইবনে সালেহ আল-উসাইমিন ১৯২৫ সালের ৯ ই মার্চ সৌদি আরবের কাসিম অঞ্চলের উনাইজা শহরে জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প বয়সেই কুরআন মুখস্থ করেছিলেন। অধ্যয়নের সময় তিনি সৌদি আরবের প্রখ্যাত ওলামার তত্ত্বাবধানে হাদিস, তাফসির, ধর্মতত্ত্ব ও আরবি ভাষায় অগাধ ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং রিয়াদের শরিয়ত কলেজ, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি সৌদি সিনিয়র ইসলামিক স্কলার কমিশনের সদস্য, কাসিমের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এর একাডেমিক কাউন্সিলের সদস্য হন। ইসলামিক মতবাদের বিভিন্ন দিক নিয়ে কাজে চুক্তি করেন। তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলো হল ফিকাহ সম্পর্কিত। তাঁর ১৫ খণ্ডের বই এবং কুরআনের ব্যাখ্যার উপর ১০ খণ্ডের বই রয়েছে। রমজানের সময় তিনি মক্কার পবিত্র মসজিদে শিক্ষকতাও করেছিলেন।
তাকে সাধারণভাবে শেখ ইবনে উসাইমিন নামে ডাকা হত; নিয়মিত ক্লাস, প্রকাশনা, রেডিও অনুষ্ঠান এবং প্রচার ও পরামর্শ কার্যক্রমের মাধ্যমে ছাত্র ও জনগণের সাথে ইসলাম ধর্ম সম্পর্কে তার জ্ঞান ভাগ করে নিয়ে ইসলাম ও মুসলমানদের সেবায় তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন। এই অবদানগুলি, তার দৃষ্টান্তমূলক মুসলিম গুণাবলীর সাথে তাকে বিশ্বজুড়ে মুসলমানদের সম্মান ও প্রশংসা অর্জন করেছিল।
তথ্যসূত্র : উইকিপিডিয়া


  Download / View


  Download Now




বিশেষ নিবেদন : বইটি পরে যদি আপনার ভালো লাগে তাহলে প্রকাশনীর নিকট হইতে বইটি ক্রয় করার জন্য বিশেষ অনুরোধ করা হইলো ।
নিবেদন্তে, ইসলামিক ই বই টীম!


“Disclaimer” 

১। আমাদের ( ইসলামিক ই-বই এর) উদ্দেশ্য মোটেও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বা ব্যাক্তি বা প্রত্রিষ্ঠানিক ক্ষতি সাধন করা নয়। ২। আমাদের সাইট এ প্রকাশ করা বই গুলো আমরা কখনো নিজে PDF করে থাকি না করলেও অনুমোদন নিয়েই করা হয়ে থাকে। ৩। বইগুলো যেহেতু আমাদের ইন্টারনেট থেকে কালেক্টেড তাই প্রকাশনীর বা লেখকের আমাদের উপর কোন অভিযোগ গ্ণ্য হবে না, সেক্ষেত্রে যে বা যারা PDF টি করেছে তার কাছে আপনি /আপনারা ক্লেইম করতে পারেন। ৷
ধন্যবান্তে, ইসলামিক ই বই টীম!


ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, দয়া করে কমেন্টে জানাবেন ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামিকই-বই

আমরা, ইন্টারনেট থেকে এই সমস্ত বইয়ের পিডিএফ সংগ্রহ করেছি। তবে আমরা সর্বদা কপিরাইট আইনকে শ্রদ্ধা করি। আমরা বইয়ের মালিক / প্রকাশকের কোনও ক্ষতি করতে চাই না এবং আমরা তাদের কঠোর পরিশ্রম / সৃজনশীলতাকে সম্মান করি। আপনি যদি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত যে কোনও বইয়ের মূল লেখক / মালিক / প্রকাশক হন এবং বইটি প্রকাশের ক্ষেত্রে আপনার আপত্তি থাকে তাহলে দোয়া করে আমাদের সাথে যোগযোগ করুন। আমার অবশ্যই 48 ঘন্টার মধ্যে বইটি বা বইগুলি সরিয়ে ফেলবো। ধন্যবাদ।




Contact Us

নাম

ইমেল *

বার্তা *