আর রাহীকুল মাখতূম - মাঃ সফিউর রহমান মোবারকপুরী বাংলা ইসলামিক ই বই- Islamic e Book


আর রাহীকুল মাখতূম - মাঃ সফিউর রহমান মোবারকপুরী বাংলা ইসলামিক ই বই- Islamic e Book

আর্‌-রাহীকুল মাখতূম যার  অর্থ: মোহরাঙ্কিত জান্নাতী সুধা।   আরবী এবং উর্দূ ভাষায় সফিউর রহমান মোবারকপুরী রচিত নবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লা-হু 'আলাইহি ওয়া সাল্লাম)-য়ের জীবনীগ্রন্থ । আধুনিক যুগে মুহাম্মাদ সা: এর জীবনী নিয়ে আরবী ভাষায় লেখা অন্যতম একটি সীরাত গ্রন্থ আর্‌-রাহীকুল মাখতূম। আরবী বইটি ১৯৭৯ সালে রাবেতায়ে আলাম আল ইসলামী কর্তৃক আয়োজিত মুহাম্মদ (সা:)-এর জীবনীর উপর আয়োজিত প্রথম উন্মুক্ত সিরাত গ্রন্থ  প্রতিযোগিতায় ১১৮৭ টি পান্ডুলিপির মধ্যে প্রথম স্থান অধিকার করেআর্‌-রাহীকুল মাখতূম এর পাণ্ডুলিপি  । এ গ্রন্থটি মূলত সীরাত এর ওপর রচিত অতীতের শত শত গ্রন্থের মৌলিক ও নির্ভরযোগ্য উপাদানের সমন্বয়ে গঠিত। এক কথায় সীরাত সংক্রান্ত বিশাল সংগ্রহসালার একটি নির্যাস গ্রন্থ।

আর রাহীকুল মাখতূম - মাঃ সফিউর রহমান মোবারকপুরী বাংলা ইসলামিক ই বই- Islamic e Book


বইয়ের বিবরণ : 

 বই :    আর রাহীকুল মাখতূম । 
লেখকঃ   মাঃ সফিউর রহমান মোবারকপুরী ।   
অনুবাদঃ   খাদিজা আক্তার রেজায়ী  । 
বিভাগ / জেনার :   সীরাত । 
বইয়ের ফর্ম্যাট :   পিডিএফ (এইচডি স্ক্যান )
পৃষ্ঠা সংখ্যা :    ৫০৮ পৃষ্ঠা
ফাইল সাইজ   ৩৬.১ মেগাবাইট
সংগ্রহ    ইন্টারনেট থেকে
কৃতজ্ঞতাঃ   বুক বিডি আর্কাইভ 
উপস্থাপনায়ঃ   ইসলামিক ই বই 

লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা : 

সফিউর রহমান মোবারকপুরী যার পুরো নাম সফিউর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ আকবর ইবনে মোহাম্মদ আলী ইবনে আব্দুল মোমেন মোবারকপুরী আযমী।  তিনি একজন স্বনামধন্য ইসলামিক লেখক এবং ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস বা হাসিদবেত্তা। তার লেখা রাসূল সা: এর জীবনী গ্রন্থ আর-রাহিকুল মাখতুম সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং বহু ভাষায় অনুদিত একটি বই।

তার জন্ম তারিখ সার্টিফিকেটে ৬ই জুন ১৯৪৩ উল্লেখ রয়েছে। কিন্তু পরীক্ষা করে দেখে গেছে যে, প্রকৃত জন্ম তারিখ ১৯৪২ সালের ৪ই জুন ভারতের আযমগড় জেলার হোসাইনাবাদের মোবারকপুরে। তিনি কোরআন পাঠ করেছিলাম ১৯৪৮ সালে । মােবারকপুরেই তিনি ৬ বছর পড়াশােনা করেন । আরবী ভাষা, ব্যাকরণ, সাহিত্য এবং অন্যান্য বিষয়ে পড়াশােনা করেন ।

এরপর দু’বছর মােবারকপুর থেকে ৩৫ কিলােমিটার দূরের মউনাথ ভঞ্জনে লেখাপড়া শিখেছেন । ১৯৫৬ সালে ভর্তি হন  ফয়েযে আম মাদ্রাসায় । সেখানে পাঁচ বছর কাটিয়েছেন তিনি । এ প্রতিষ্ঠানে  তিনি আরবী ভাষা, ব্যাকরণ সাহিত্য ফেকাহ, উছুলে ফেকাহ তাফসীর হাদীস প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করেন  । ১৯৬১ সালের জানুয়ারী মাসে  শিক্ষা সমাপনী সার্টিফিকেট লাভ করেন । ফযিলত ফিশ শরীয়ত ফযিলত ফিল উলুম’ বিষয়ক সার্টিফিকেট প্রদানের মাধ্যমে শিক্ষকতা করা এবং ফতােয়া প্রদানের ছাড়পত্র দেয়া হয়।

 ১৯৫৯ সালের ফেব্রুয়ারী মাসে মৌলবী এবং ১৯৬০ সালে আলেম পরীক্ষা অংশ নেন তিনি । উভয় পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন  । দীর্ঘকাল পর ১৯৭৬ সালের ফেব্রুয়ারীতে শিক্ষকতার সাথে সম্পর্কিত ফাযেল আদব পরীক্ষায় এবং ফাযেল দীনিয়াত পরীক্ষায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারীতে অংশগ্রহণ করেন । উভয় পরীক্ষায়ই প্রথম বিভাগ পেয়েছিলেন  ।

১৯৬১ সালে ফয়েযে আম মাদ্রাসা থেকে উত্তীর্ণ হয়ে প্রথমে এলাহাবাদে পরে নাগপুরে শিক্ষকতা শুরু করেন  । এবং জীবনের শেষ সময় পর্যন্ত  নিজেকে দ্বীনী শিক্ষা দান কাজে নিয়ােজিত করেছিলেন । সফিউর রহমান মোবারকপুরী ২০০৬ সালের ১লা ডিসেম্বর  আনুমানিক ৬৩ বছর বয়সে  ইন্তোকল করেন।  


  Download / View


  Download Now




বিশেষ নিবেদন : বইটি পরে যদি আপনার ভালো লাগে তাহলে প্রকাশনীর নিকট হইতে বইটি ক্রয় করার জন্য বিশেষ অনুরোধ করা হইলো ।
নিবেদন্তে, ইসলামিক ই বই টীম!


“Disclaimer” 

১। আমাদের ( ইসলামিক ই-বই এর) উদ্দেশ্য মোটেও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বা ব্যাক্তি বা প্রত্রিষ্ঠানিক ক্ষতি সাধন করা নয়। ২। আমাদের সাইট এ প্রকাশ করা বই গুলো আমরা কখনো নিজে PDF করে থাকি না করলেও অনুমোদন নিয়েই করা হয়ে থাকে। ৩। বইগুলো যেহেতু আমাদের ইন্টারনেট থেকে কালেক্টেড তাই প্রকাশনীর বা লেখকের আমাদের উপর কোন অভিযোগ গ্ণ্য হবে না, সেক্ষেত্রে যে বা যারা PDF টি করেছে তার কাছে আপনি /আপনারা ক্লেইম করতে পারেন। ৷
ধন্যবান্তে, ইসলামিক ই বই টীম!


ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, দয়া করে কমেন্টে জানাবেন ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামিকই-বই

আমরা, ইন্টারনেট থেকে এই সমস্ত বইয়ের পিডিএফ সংগ্রহ করেছি। তবে আমরা সর্বদা কপিরাইট আইনকে শ্রদ্ধা করি। আমরা বইয়ের মালিক / প্রকাশকের কোনও ক্ষতি করতে চাই না এবং আমরা তাদের কঠোর পরিশ্রম / সৃজনশীলতাকে সম্মান করি। আপনি যদি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত যে কোনও বইয়ের মূল লেখক / মালিক / প্রকাশক হন এবং বইটি প্রকাশের ক্ষেত্রে আপনার আপত্তি থাকে তাহলে দোয়া করে আমাদের সাথে যোগযোগ করুন। আমার অবশ্যই 48 ঘন্টার মধ্যে বইটি বা বইগুলি সরিয়ে ফেলবো। ধন্যবাদ।




Contact Us

নাম

ইমেল *

বার্তা *