মা মা মা এবং বাবা- আরিফ আজাদ বাংলা ইসলামিক ই বই-Islamic E- Book


মা মা মা এবং বাবা- আরিফ আজাদ বাংলা ইসলামিক ই বই-Islamic E- Book

মা মা এবং বাবা আরিফ আজাদ রচিত বই। মা বাবা এবং সন্তান এর মধ্যে সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনাে খাঁদ নেই। নেই কোনো স্বার্থ কিংবা স্বার্থপরতার ছোঁয়া। আমাদের পিতা - মাতা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে আমাদের আগলে রাখেন,ও আমাদের মানুষ করেন, তাদেরকে আমরা আস্তাকুড়ে খুঁড়ে ফেলি। পরিত্যক্ত জঞ্জালের ন্যায় ভাগাড়ে নিক্ষেপ করি। দুনিয়ার লােভ আর মােহে পড়ে যারা বাবা-মাকে ভুলে যায়, ভুলে যায় তাদের অবদান, ত্যাগ আর তিতিক্ষার গল্প, কেমন হয় তাদের পরিণতি? কেমন হয় সেসকল সন্তানদের যাপিত জীবনের গল্প? সেরকম একঝুড়ি গল্পের সমাহার নিয়ে রচিত মা মা মা এবং বাবা।

মা মা মা এবং বাবা- আরিফ আজাদ বাংলা ইসলামিক ই বই-Islamic E- Book


বইয়ের বিবরণ : 

বই :  মা মা মা এবং বাবা
লেখকঃ আরিফ আজাদ
পৃষ্ঠা সংখ্যা :  ১৬৩ পৃষ্ঠা
ফাইল সাইজ ২০.৪ মেগাবাইট
সংগ্রহ  ইন্টারনেট থেকে
কৃতজ্ঞতাঃ বুক বিডি আর্কাইভ 
উপস্থাপনায়ঃ ইসলামিক ই বই 

লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা : 

মা মা মা এবং বাবা এর লেখক সম্পর্কে বেশি কিছু জানা যাই নাই। আরিফ আজাদ এর জন্মঃ ৭ জানুয়ারি, ১৯৯০ সালে চট্টগ্রামে । আরিফ আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সময় থেকেই লেখালেখির হাতেখড়ি করেন । তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশুনা করতেই বেশি পছন্দ করেন। ২০১৭ সালের একুশে বইমেলায় প্যারাডক্সিক্যাল সাজিদ’ লিখে ব্যাপক জনপ্রিয়তা কুড়ান। বিশ্বাসের কথাগুলােকে শব্দে রূপ দিতে পছন্দ করেন। অবিশ্বাসের দেয়ালে অনুপম স্পর্শে বিশ্বাসের ছোঁয়া দিতে তাঁর রয়েছে ব্যাপক মুন্সিয়ানা। একুশে বইমেলায় তার তিনটি বই বেস্টসেলার হয়েছে। তার প্রথম বই, প্যারাডক্সিকাল সাজিদ, বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠে। ২০১৭ সালে তার এক লাখেরও বেশি কপি বিক্রি হয়। এটিতে রকমারির সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গ্রন্থ।


“Disclaimer” 

১। আমাদের ( ইসলামিক ই-বই এর) উদ্দেশ্য মোটেও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বা ব্যাক্তি বা প্রত্রিষ্ঠানিক ক্ষতি সাধন করা নয়। ২। আমাদের সাইট এ প্রকাশ করা বই গুলো আমরা কখনো নিজে PDF করে থাকি না করলেও অনুমোদন নিয়েই করা হয়ে থাকে। ৩। বইগুলো যেহেতু আমাদের ইন্টারনেট থেকে কালেক্টেড তাই প্রকাশনীর বা লেখকের আমাদের উপর কোন অভিযোগ গ্ণ্য হবে না, সেক্ষেত্রে যে বা যারা PDF টি করেছে তার কাছে আপনি /আপনারা ক্লেইম করতে পারেন। ৷
ধন্যবান্তে, ইসলামিক ই বই টীম!


ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, দয়া করে কমেন্টে জানাবেন ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামিকই-বই

আমরা, ইন্টারনেট থেকে এই সমস্ত বইয়ের পিডিএফ সংগ্রহ করেছি। তবে আমরা সর্বদা কপিরাইট আইনকে শ্রদ্ধা করি। আমরা বইয়ের মালিক / প্রকাশকের কোনও ক্ষতি করতে চাই না এবং আমরা তাদের কঠোর পরিশ্রম / সৃজনশীলতাকে সম্মান করি। আপনি যদি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত যে কোনও বইয়ের মূল লেখক / মালিক / প্রকাশক হন এবং বইটি প্রকাশের ক্ষেত্রে আপনার আপত্তি থাকে তাহলে দোয়া করে আমাদের সাথে যোগযোগ করুন। আমার অবশ্যই 48 ঘন্টার মধ্যে বইটি বা বইগুলি সরিয়ে ফেলবো। ধন্যবাদ।




Contact Us

নাম

ইমেল *

বার্তা *